• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

৬০০ শিকার অ্যান্ডারসনের, বৃষ্টি বাঁচাল পাকিস্তানকে

বিশ্বের প্রথম পেসার হিসাবে ছুঁলেন মাইলফলক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৬২ তম ওভার। বল হাতে জেমস অ্যান্ডারসন। ওভারের দ্বিতীয় বল পাক অধিনায়ক আজহার আলির ব্যাট ছুঁয়ে স্লিপে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের হাতে জমা পড়তেই প্রতীক্ষার অবসান। প্রত্যাশামতোই বিশ্বের প্রথম পেসার হিসাবে টেস্টে ৬০০ উইকেট নিলেন অ্যান্ডারসন। নিজের ১৫৬ তম টেস্টে। এর আগে পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শিকারের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার (৫৬৩) নামে। টেস্টে সর্বোচ্চ উইকেটপ্রাপকদের তালিকেয় এখন চতুর্থ স্থানে জিমি। তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে(১৯), শেন ওয়ার্ন (০৮) এবং মুথাইয়া মুরলিধরণ (০০)। তবে যে গতিতে এগোচ্ছেন তাতে অচিরেই কুম্বলেকে সরিয়ে তিনে উঠে আসবেন অ্যান্ডারসন। প্রথম শ্রেণির ক্রিকেটেও হাজার উইকেট থেকে মাত্র ২৫ কদম দূরে তিনি।

প্রসঙ্গত, ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। তার আগের বছরই অবশ্য একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল তাঁর। তবে ২০১৫ সালের পর আর ইংল্যান্ডের হয়ে রঙিন জার্সিতে দেখা যায়নি তাঁকে। একদিনের আন্তর্জাতিকেও ২৬৯ শিকার রয়েছে অ্যান্ডারসনের। এছাড়া, ১৯ টি টি-২০ আন্তর্জাতিকে নিয়েছেন ১৮ টি উইকেট। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট শিকার ৮৮৭। রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর আগে রয়েছেন ওয়াসিম আক্রম (৯১৬), গ্লেন ম্যাকগ্রা (৯৪৯), অনিল কুম্বলে (৯৫৬), শেন ওয়ার্ন (১০০১) এবং মুথাইয়া মুরলিধরন (১৩৪৭)

সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেই পাকিস্তানকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রুট। কিন্তু শেষ দু’দিন বৃষ্টির দাপটে ১০০ ওভারেরও বেশি খেলা নষ্ট হওয়ায় টেস্ট বাঁচাতে সক্ষম হয় পাকিস্তান। সিরিজ অবশ্য ১-০ ফলে জিতে নিল ইংল্যান্ড। তবে ম্যাচ জিততে না পারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিছুটা ধাক্কা খেলেন রুটরা।

     

বিজ্ঞাপন

Goto Top