• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

‘আশরফ চাচা’-র পাশে শচীন

দেখা করে এলেন হাসপাতালে, করলেন আর্থিক সাহায্যও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

খেলোয়াড়জীবনে তাঁর খারাপ হওয়া ব্যাট বহুবার সারিয়ে দিয়েছেন। আর সেইসব ব্যাট থেকেই বেরিয়েছে ১০০ টি আন্তর্জাতিক শতরান। তাই আশরফ চৌধুরীর সঙ্গে বরাবরই গভীর সম্পর্ক থেকে গিয়েছে মাস্টার ব্লাস্টারের। সেই ‘আশরফ চাচা’-কে হাসপাতালে ভর্তি করতে হয়েছে জেনে আর অপেক্ষা করেননি শচীন। মঙ্গলবারই হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। তুলে দিয়েছেন প্রয়োজনীয় অর্থও।

আশরফের দেখাসোনার দায়িত্ব যিনি নিয়েছেন সেই প্রশান্ত জেঠমালানি জানিয়েছেন, “শচীন এসে আশরফের সঙ্গে কথা বলে গিয়েছেন। প্রয়োজনীয় অর্থসাহায্যও করেছেন। ওনার চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন ছিল তার একটা বড় অংশই দিয়েছেন শচীন।“

উল্লেখ্য, শচীন, বিরাট কোহলির মতো ভারতীয় তারকারা ছাড়াও ব্যাট সারাতে আশরফের সাহায্য নিয়েছেন ক্রিস গেইল, কায়রন পোলার্ড, স্টিভ স্মিথ, ফ্যাফ দু প্লেসির মতো বিদেশি ক্রিকেটাররাও। সেই আশরফ গত ১২ দিন ধরে ভর্তি রয়েছেন মুম্বইয়ের একটি হাসপাতালে। কিডনিতে স্টোন রয়েছে তাঁর। এছাড়াও ডায়াবেটিস এবং নিউমোনিয়ার মতো সমস্যা রয়েছে।

     

বিজ্ঞাপন

Goto Top