অটোগ্রাফ করা ব্যাট উপহার দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলাকে
সুমিত গঙ্গোপাধ্যায়বেনিতো মুসোলিনি প্রয়াত। ইতালীয় স্বৈরাচারীর মৃত্যুর দিন এমনই গোপন বার্তা ইংল্যান্ডে পাঠিয়েছিল ব্রিটিশ গুপ্তচর বাহিনী। হিটলার তখনও বেঁচে। তাই সেই গোপন বার্তায় সাংকেতিকভাবে লেখা ছিল “পনসফোর্ড আউট হয়ে গেছে, কিন্তু ব্র্যাডম্যান এখনো ব্যাট করছে”।
এর ৪১ বছর পরে বর্ণবৈষম্য-কবলিত দক্ষিণ আফ্রিকায় গিয়ে তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার দেখা করতে যান জেলের দশ ফুট বাই ছয় ফুট খুপরিতে বন্দী নেলসন ম্যান্ডেলার সঙ্গে। ম্যান্ডেলার প্রথম প্রশ্ন ছিল “আচ্ছা, মিস্টার ফ্রেজার, ডন ব্র্যাডম্যান কি এখনও জীবিত আছেন?”
চার বছর পরে ম্যান্ডেলা মুক্তি পেলেন। ম্যালকম ফ্রেজার তাঁকে একটি ব্যাট পাঠালেন। তাতে লেখা “নেলসন ম্যান্ডেলার প্রতি, মহান অসমাপ্ত ইনিংসের উদ্দেশ্যে – ডন ব্র্যাডম্যান”।
ডনকে ধরা মুশকিলই নয়, অসম্ভব। ৮০ টি ইনিংস পাড়ার ক্রিকেটে খেলেও কেউ ৯৯.৯৪ গড় রাখতে পারে না। কোনো ফিল্মের স্ক্রিপ্টে যদি নায়ক ব্যাট ধরলেই একটা ইনিংস বাদে বাদে ৫০ আর দুটো ইনিংসের ব্যবধানে শতরান করে ছবি নির্ঘাত ফ্লপ করবে।
একশো শব্দের প্রবন্ধ বা হাজার শব্দের নিবন্ধে তাঁকে ধরা মুশকিল। চিরকালীন ডন চিরকালীন থাকুন।