অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেমস অ্যান্ডারসন
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কতিনি যেসব বোলারকে খেলেছেন তাঁদের মধ্যে অন্যতম সেরা জেমস অ্যান্ডারসনই। এভাবেই টুইটারে নিজের মত প্রকাশ করেছেন বিরাট কোহলি। একইসঙ্গে ৬০০ টেস্ট উইকেট পাওয়ার জন্য জিমিকে অভিনন্দন জানিয়েছেন ভারত অধিনায়ক।
প্রসঙ্গত, একদিনের ম্যাচে বিরাটকে সাকুল্যে ৩৮ টি বল করেছিলেন অ্যান্ডারসন। কিন্তু তারই মধ্যে তিনবার প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তাঁকে। টেস্টেও চারবার অ্যান্ডারসনের শিকার হয়েছেন বিরাট। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন ২০১৪-এর ইংল্যান্ড সফরে। তবে শেষ দু’টি সফরে বিরাটকে আউট করতে পারেননি অ্যান্ডারসন।
ফ্রেড ট্রুম্যান, অ্যালেক বেডসার, বব উইলিস ইয়ান বথামদের কথা মাথায় রেখেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের ‘সর্বকালের সেরা বোলার’-এর তকমা দিয়েছে অ্যান্ডারসনকে।
ক্রিকেটারদের মধ্যে অ্যান্ডারসনের কীর্তি নিয়ে দু’রকম প্রতিক্রিয়া। কেউ যেমন ৬০০ উইকেটের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কেউ আবার চোখ কপালে তুলছেন এক পেসারের ১৫৬ টি টেস্ট খেলার বিষয়টি মাথায় রেখে। যুবরাজ সিং যেমন বলছেন, “কখনও ভাবিনি যে কোনও পেসারকে ৬০০ টেস্ট উইকেট নিতে দেখব।“ পার্য একইভাবে জিমিকে অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম আক্রম, অনিল কুম্বলেরা। অন্যদিকে, শোয়েব আখতার বলছেন, “একজন মিডিয়াম ফাস্ট বোলারের পক্ষে ১৫৬ টেস্ট খেলে বিরাট ব্যাপার।“ একই সুর সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণের গলাতেও। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের টুইটার হ্যান্ডলে অ্যান্ডারসনের উদ্দেশ্যে লিখেছে, “আমাদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ!” শচীন তেন্ডুলকর লিখেছেন, “অবিশ্বাস্য কীর্তি! তোমাকে অভিনন্দন, জিমি!”