‘লিডারশিপ গ্রুপ’ তৈরি করছেন ম্যাকালামরা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদলে একগুচ্ছে প্রতিশ্রুতিমান পেসার। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ বিদেশিরাও। তার পাশাপাশি, কুলদীপ যাদবের চায়নাম্যান। সব মিলিয়ে রীতিমতো লোভনীয় বোলিং আক্রমণ। এর সেই আক্রমণই হয়ে উঠতে পারে কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস। এমনই মত কেকেআরের বোলিং কোচ কাইল মিলসের। প্রাক্তন কিউই পেসার বলছেন, “প্রসিধ কৃষ্ণ, কমলেশ নাগরকোটি, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি – এদের প্রত্যেকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে। এর সঙ্গে দলে প্যাট কামিন্স আর লকি ফার্গুসন আসবে। দু’জনেরই আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। বোলিং-এ বৈচিত্র্য এনে কীভাবে বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হয় তা রপ্ত করছে দলের বোলাররা।“
গত কয়েকটি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে বেশকিছু ম্যাচে সুবিধা করে দিয়েছেন লসিথ মালিঙ্গা এবং জসপ্রীত বুমরা। নেপথ্যে তাঁদের টানা ইয়র্কার লেংথে বল করার ক্ষমতা। এবার নাইট শিবিরেও সেরকমই কোনও অস্ত্র তৈরি করার চেষ্টা করছেন মিলস। তাঁর কথায়, “ইয়র্কার আমার নিজের সবচেয়ে প্রিয়। তবে ইয়র্কারের পাশাপাশি স্লোয়ার বল, বাউন্সার, ওয়াইড ইয়র্কার, স্লোয়ার বাউন্সার – এসবও যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে বোলারদের।“ নিয়মিত বোলারদের পাশাপাশি উইকেট তোলার জন্য আন্দ্রে রাসেলের উপরেও ভরসা রাখছেন মিলস।
ঢেলে সাজানো হচ্ছে দলের থিঙ্কট্যাঙ্কও। মিলসের পাশাপাশি কোচ ব্রেন্ডন ম্যাকালাম, দলের মেন্টর ডেভিড হাসি চেষ্টা করছেন যাতে অধিনায়ক দীনেশ কার্তিকের উপর থেকে চাপ কিছুটা কমানো যায়। ম্যাকালাম যেমন স্পষ্টই জানিয়েছেন, দলের মধ্যে একটি ‘লিডারশিপ গ্রুপ’ গড়ে তোলা হচ্ছে। যেখানে কার্তিককে সাহায্য করার মূল দায়িত্ব বর্তাচ্ছে শুভমান গিলের উপর। এছাড়া, কয়েকদিনের মধ্যেই নাইটদের সংসারে ঢুকে পড়ছেন ইয়ন মর্গ্যান। বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক যোগ দিলে তিনিও এই গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হবেন।
ছবিঃ কেকেআরের সৌজন্যে