গোয়ার হয়ে খেলতে পারেন ৩৬ বছর বয়সি পেসার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কখেলতে পারবেন ভিন রাজ্যের হয়ে। বৃহস্পতিবার এই বিষয়ে অশোক দিন্দাকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট (এনওসি) দিল সিএবি। এদিন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এই ব্যাপারে একটি চিঠি প্রকাশ করেন। সংশ্লিষ্ট চিঠিটিকেই এনওসি বলে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, দিন্দা যখন চাইবেন তখনই বাংলায় ফেরত এসে খেলতে পারবেন।
উল্লেখ্য, গত মরশুমে বিভিন্ন সমস্যার কারণে দিন্দাকে প্রায় পুরো মরশুম বসিয়ে রেখেছিল বাংলা। ফাইনালের দলের সুযোগ পাননি এই অভিজ্ঞ পেসার। তারপর থেকেই দিন্দা ভিন রাজ্যে চলে যাওয়ার কথা ভাবছিলেন। দিন্দার ঘনিষ্ঠ মহলের ধারণা, গোয়ার রঞ্জি দলে দেখা যেতে পারে ৩৬ বছর বয়সি দিন্দাকে।
প্রসঙ্গত, গত ১৫ বছর ধরে বাংলার পেস আক্রমণের অন্যতম অস্ত্র দিন্দা। মহম্মদ শামির সঙ্গে তাঁর জুটি ঘরোয়া ক্রিকেটে বিপক্ষের কাছ রীতিমতো ত্রাসের কারণ ছিল। জাতীয় দলের হয়ে ১৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেচেন দিন্দা। নিয়েছেন ১২ টি উইকেট। টি-২০ আন্তর্জাতিকে ন’টি ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। রঞ্জিতে বাংলার হয়ে ৩৩৯ উইকেট পেয়েছেন দিন্দা। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২২ বার। বাংলার সর্বাধিক উইকেটশিকারির তালিকায় উৎপল চট্টোপাধ্যায়ের পরেই রয়েছেন তিনি। ঘরোয়া একদিনের ম্যাচেও বাংলার হয়ে ১০২ উইকেট রয়েছে তাঁর।