স্পিন দিয়ে ঘুঁটি সাজাচ্ছে আরসিবি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএকে ৪০ ডিগ্রির গনগনে গরম। তার উপর মন্থর পিচ। দু’য়ে মিলে বড় চ্যালেঞ্জে ঠেলে দিতে পারে আসন্ন আইপিএলকে। এমনই মত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সাইমন কাটিচের। আইপিএল ২০২০-কে তিন পর্বে ভাগ করেছে বিসিসিআই। যে ব্যবস্থায় একই পিচে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি ম্যাচ হবে। যত সময় গড়াবে ততই মন্থর হবে পিচ। ফলে রান তোলা কষ্টকর হতে চলেছে বিরাট কোহলিদের কাছে।
প্রসঙ্গত, গত চার বছরে পিএসএল এবং আন্তর্জাতিক মিলিয়ে আরব মুলুকে বেশকিছু টি-২০ ম্যাচ হয়েছে। যেখানে রান ওঠার হার মোটেই আশাব্যঞ্জক নয়। দুবাই বা শারজায় প্রথম ইনিংসের গড় রান দেড়শোর আশাপাশে। আবু ধাবিতে তা মাত্র ১৩৫। যেখানে গত আইপিএলে প্রথম ইনিংসের গড় রান ছিল ১৬৯। চিন্নাস্বামী স্টেডিয়ামে তা ছিল ১৮০।
কাটিচের মতে, বল যখন নতুন থাকবে তখন তার ফায়দা তুলতে পারেন অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি এবং এবি ডে ভিলিয়ার্সের মতো স্ট্রোকনির্ভর ব্যাটসম্যানরা। কিন্তু মাঝের ওভারগুলিতে স্পিন সামলানো চ্যালেঞ্জ হতে পারে।
তবে আরসিবি শিবির যুজবেন্দ্র চাহলকে দিয়ে আক্রমণ সাজানোর প্রস্তুতি নিচ্ছে। দলের একমাত্র রিস্ট স্পিনার তিনিই। এছাড়াও, দলে ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, শাহবাজ আহমেদ ও মইন আলির মতো স্পিনার এবং স্পিনিং অলরাউন্ডাররা রয়েছেন।
উল্লেখ্য, গত মরশুমে ডেথ ওভারে গড়ে ওভার-প্রতি ১১.৮৭ রান দিয়েছে আরসিবি। যা অনেক ম্যাচেই ডুবিয়েছিল বিরাটদের। এখন দেখার বিষয়, বাউন্স, ভারী হাওয়া ও ছোট বাউন্ডারি তাঁদের সাহায্য করে কি না।