• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএল থেকে সরে দাঁড়ালেন রায়না

ফের ধাক্কা করোনা-জর্জরিত চেন্নাই শিবিরে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ফের ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শুক্রবারই জানা গিয়েছিল, দলের ১০-১২ জন সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন দলের সহ-অধিনায়ক সুরেশ রায়না। এদিন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন এই খবর জনিয়েছেন। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন রায়না।

প্রসঙ্গত, আইপিএলের শুরুর দিন থেকেই চেন্নাই শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ রায়না। এখনও পর্যন্ত আইপিএলে ১৬৪ টি ম্যাচ খেলেছে সিএসকে। যার প্রতিটিতেই খেলেছেন রায়না। আইপিএলে যা রেকর্ড। আইপিএল থেকে চেন্নাই নির্বাসিত থাকাকালীন দু’টি মরশুম গুজরাত লায়নসের হয়ে খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। সবমিলিয়ে আইপিএলে ১৯৩ টি ম্যাচ খেলেছেন রায়না। ৩৩ গড়ে ৫৩০০ এর বেশি রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৭। আইপিএল কেরিয়ারে একটি শতরান এবং ৩৭ টি অর্ধশতরান করেছেন রায়না।

এরই পাশাপাশি জানা গিয়েছে, দলের প্রতিশ্রুতিমান ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়েরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ফলে আইপিএল শুরুর আগে সমস্যায় জর্জরিত চেন্নাই শিবির।

     

বিজ্ঞাপন

Goto Top