কোভিড পরীক্ষা সম্পর্কে বিবৃতি বিসিসিআই-এর
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপাঁচ মাসের প্রতীক্ষা শেষ। কোয়্যারান্টাইন পর্ব কাটিয়ে আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরু করলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি অনুশীলন শুরু করেছে দিল্লি ডেয়ারডেভিলস এবং রাজস্থান রয়্যালসও। সম্ভবত রবিবার নেটে নামবেন সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটাররাও।
শনিবার নেট প্র্যাকটিসের ছবি দিয়ে টুইটারে পোস্ট করেছেন কোহলি নিজেই। লিখেছেন, “পাঁচ মাস পর মাঠে পা রাখলাম। তবে মনে হচ্ছিল, ছ’দিন পরে অনুশীলনে নেমেছি। অনুশীলনের শুরুটা দারুণ হল।“ বিরাটের বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ফিটনেসে ভাঁটা পড়েনি তাঁর। নেটেও চেনা মেজাজেই দেখা গিয়েছে বারত অধিনায়ককে। দুবাইয়ে প্রথম দিনের অনুশীলনে বিরাট এবং ডেল স্টেইনের সঙ্গে আলাদা করে সময় কাটিয়েছেন আরসিবি-র টিম ডিরেক্টর মাইক হেসন।
আবু ধাবিতে মুম্বইয়ের প্রথম দিনের অনুশীলনেই ছন্দে রোহিত। বেশ কিছুক্ষণ ব্যাট করেছেন নেটে। দীর্ঘ বিশ্রামের পর নেটে পুরোনো মেজাজে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাকেও। আইপিএলের গোড়ার দিকে লসিথ মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বই। সেক্ষেত্রে পেস বিভাগকে নেতৃত্ব দেওয়ার ভার বর্তাবে বুমরার উপরেই।
এদিকে, শনিবার বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছনোর পর থেকে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, টিম ম্যানমেন্ট, বোর্ডসদস্য, আইপিএল অপারেশনাল টিম, হোটেল এবং মাঠকর্মী মিলিয়ে মোট ১৯৮৮ টি কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তালিকায় রয়েছেন দু’জন ক্রিকেটারও। তবে কারওরই করোনার লক্ষণ গুরুতর নয়। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। আইপিএল মেডিক্যাল টিম তাঁদের নজরে রাখছে।“ অর্থাৎ, দীপক চাহর এবং ঋতুরাজ গায়কোয়াড় বাদে এই মূহুর্তে ক্রিকেটারদের মধ্যে কেউ করোনা পজিটিভ নন।