ব্যান্টনের ফর্মে খুশির হাওয়া নাইট শিবিরে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদলে যেমন শুভমান গিল, শিবম মাভির মতো জুনিয়ররা রয়েছেন, তেমনই রয়েছেন ইয়ন মর্গ্যান, সুনীল নারাইন, দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। অভিজ্ঞতা আর তারুণ্যের সঠিক মেলবন্ধনই তৃতীয় আইপিএল ট্রফি এনে দিতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। এমনই মত দলের নির্ভরযোগ্য সদস্য কুলদীপ যাদবের। কেকেআরের একমাত্র চায়নাম্যান বোলার বলছেন, “সঠিক কম্বিনেশনে দল গড়া গেলে এই বছর বা পরের বছর নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হব আমরা। আজ হোক বা কাল, ক্রিকেটে এটা হবেই।“ একইসঙ্গে কুলদীপের মনে এখনও টাটকা ২০১৮ আইপিএলের ক্ষত। বলছেন, “দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে গিয়েছিলেম আমরা। আমার স্পেল শেষ হয়ে গিয়েছিল বলে মাঠের বাইরে ছিলাম। তখন ১২৫-এর মতো রান ছিল ওদের। ভেবেছিলাম, ১৪৫-এর বেশি করতে পারবে না সানরাইজার্স। কিন্তু রশিদ খানের ঝোড়ো ব্যাটিং ম্যাচের রঙ বদলে দিয়েছিল।“
এদিকে, টম ব্যান্টনের ব্যাটিং ফর্ম বাড়তি অক্সিজেন দিচ্ছে নাইট শিবিরকে। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে মাত্র ৪২ বলে ৭১ রান করেছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। যিনি এবার নাইটদের শিবিরে থাকবেন। ওয়াকিবহাল মহলের ধারণা, ক্রিস লিনের জায়গা ভরাট করার দায়িত্ব বর্তাতে পারে ২১ বছরের ব্রিটিশ ব্যাটসম্যানের উপরেই। ওপেনিং-এ সুনীল নারাইনের সঙ্গী হতে পারেন ব্যান্টন। সেক্ষেত্রে, নারাইন, আন্দ্রে রাসেল, মর্গ্যানের পাশাপাশি দলের প্রথম এগারোয় চথুর্থ বিদেশি হিসাবে জায়গা করে নিতে পারেন ব্যান্টন।