মর্গ্যানের ফর্মে উজ্জীবিত নাইটরা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচেন্নাইয়ের প্রস্তুতি শিবির থেকেই কি করোনার কবলে পড়ল ধোনি অ্যান্ড কোং? সুপার কিংস শিবিরে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। আর দলের সিইও কাশী বিশ্বনাথন বল ঠেলছেন ধোনির কোর্টে। ধোনিই নাকি তাঁকে বলেছিলেন যে প্রস্তুতি শিবির প্রয়োজন।
মাহি যখন প্রস্তুতি শিবিরকে গুরুত্বপূর্ণ মনে করছেন, তখন শিবির নিয়ে একেবারে উল্টো সুর নীতিশ রানার গলায়। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা বলছেন, “ফাস্ট বোলিং আর শর্ট বল খেলতে সমস্যা হচ্ছিল। কিন্তু অভিষেক (নায়ার) স্যারের সঙ্গে আলোচনার পর সেই সমস্যা অনেক কাটিয়ে উঠেছিলাম। নিজের খেলায় এখন আগের থেকে অনেক পরিবর্তন দেখতে পাই। তার একটা বড় কারণ হল, আমি কেকেআর অ্যাকাডেমির শিবির কখনও মিস করি না। নিজের খেলায় উল্লতি করতে হলে যে সাহায্য প্রয়োজন সেটা অ্যাকাডেমির শিবিরে অভেষেক স্যার আর ডিকের (দীনেশ কার্তিক) কাছ থেকেই পাই।“
নীতিশ রানাদের চাগিয়ে দিচ্ছে ইয়ন মর্গ্যানের ফর্ম। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৩৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক। নাইটদের আশা, সেই ফর্ম সঙ্গে করেই আরব মুলুকে পা রাখবেন মর্গ্যান।