• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নাইটদের জয় আনলেন বিধ্বংসী পোলার্ড

আইপিএলের আগেই শুরু কুড়ি-বিশের উন্মাদনা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

হাতে মাত্র ১৯ দিন। তারপরেই বেজে উঠবে আইপিএল ২০২০-এর দামামা। কিন্তু তার আগেই টি-২০ ক্রিকেটের টিআরপি তুঙ্গে। নেপথ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। কুইন্স পার্ক ওভালে বার্বাডোজ ট্রাইডেন্টকে মাত্র ১৪৮ রানে আটকে দিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। কিন্তু ১৪৯ রানের মামুলি লক্ষ্য থাকা সত্বেও শুরু থেকে উইকেট হারাতে থাকে তারা। ১২.৪ ওভারে ওভার শেষে দলের রান ছিল পাঁচ উইকেটে ৬২। দলীয় ৭৭ রানের মাথেয় পড়ে গিয়েছিল ষষ্ঠ উইকেটও। জয়ের জন্য তখন ৩৪ বলে ৭২ রান চাই ত্রিনবাগোর। সেখান থেকে ২৮ বলে ৭২ রানের (২×৪, ৯×৬) বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় এনে দেন অধিনায়ক কায়রন পোলার্ড।

এর ২৪ ঘণ্টার মধ্যেই সেন্ট লুসিয়ার কাছে আরও লজ্জাজনকভাবে হারে বার্বাডোজ। সেন্ট লুসিয়াকে মাত্র ১৮ ওভারে ৯২ রানে অল আউট করে দিয়েছিল তারা। কিন্তু নিজেরা পুরো ২০ ওভার খেলে সাত উইকেটে ৮৯ রানের বেশি তুলতে পারেনি। এদিকে, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিরুদ্ধে মাত্র ৪৫ বলে ১০০ রান করে নজর কেড়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটের অন্যতম প্রতিভা নিকোলাস পুরন।

অন্যদিকে, ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় সারে (১৪৩/৮) বনাম এসেক্স (১৪৩/৬) ম্যাচ টাই হয়েছে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের অলরাউন্ড (৪০ বলে ৬৪ রান এবং ২/৭) পারফরম্যান্সের জোরে ডার্বিশায়ারকে ৯৯ রানে হারিয়েছে ইয়র্কশায়ার।

এরই পাশাপাশি, পাকিস্তান৯৫/রান করেও হেরে গিয়েছে ইংল্যান্ডের কাছে ইংল্যান্ড ১৯.১ ওভারে ১৯৯/৫ তুলে নেয় পাকিস্তানের মহম্মদ হাফিজের ৩৬ বলে ৬৯ কাজে লাগেনি ইংল্যান্ডের মালান ৩৬ বলে ৫৪ করে অপরাজিত ছিলেন তবে জনি বেয়ারস্টো (২৪ বলে ৪৪) ও অধিনায়ক ইয়ন মর্গানের ৩৩ বলে ৬৬ আসল কাজ করে দিয়েছিল

     

বিজ্ঞাপন

Goto Top