• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কার্তিককে জাতীয় দলে ফেরাতে পারে আইপিএলঃ আকাশ চোপড়া

নাইট অধিনায়ককে ব্যাটিং অর্ডারে উঠে আসার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ওপেনার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মহেন্দ্র সিং ধোনির ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন কে? মাহি অবসর নেওয়ার দিন থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। বিশেষজ্ঞদের কেউ কেউ কেউ সওয়াল করছেন কেএল রাহুলের হয়ে। কেউ বলছেন, ঋষভ পন্থকে আরও সুযোগ দেওয়া উচিৎ। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া টি-২০ আন্তর্জাতিকে দীনেশ কার্তিকের ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। বলছেন, “২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেলতেই পারে কার্তিক। তবে সেক্ষেত্রে আগামী দু’টি আইপিএলে ভালো পারফর্ম করতে হবে ওকে। আরও বেশি সময় ব্যাট করতে হবে ম্যাচে। তাই চার নম্বরে ব্যাট করতে আসা উচিৎ কার্তিকের। খুব নিচে হলে পাঁচ নম্বরে। কিন্তু এর চেয়ে নিচে ব্যাট করলে সেভাবে ব্যাট করার সুযোগ পাবে না কার্তিক।“

উল্লেখ্য, গতবারের মতোই এবারও কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব থাকছে কার্তিকের হাতে। মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রবিন উথাপ্পাও এবার নাইট শিবিরে নেই। সেই জায়গা ভরাট করতে ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসতেই পারেন কার্তিক।

     

বিজ্ঞাপন

Goto Top