• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

স্পনসরহীন টিম ইন্ডিয়া

পিছিয়ে গেল বিরাট কোহলির সংস্থাও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

গোটা দেশ যখন তাকিয়ে আইপিএলের দিকে তখন টিম ইন্ডিয়া নিয়ে ঘোর বিপাকে বিসিসিআই। নেপথ্যে বিরাট কোহলিদের জার্সি এবং কিট স্পনসরের অভাব। জানা গিয়েছে, নাইকির সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে বোর্ডের। যারা বিসিসিআই-কে ম্যাচপিছু ৮৮ লক্ষ টাকা দিত। এছাড়াও, নাইকির কাছ থেকে ফি বছর ছ’কোটি টাকা পেত বোর্ড। রয়্যালটি বাদ দিয়ে নাইকির থেকে ভারতের জার্সির ‘স্পনসরশিপ মানি’ হিসাবে মোট ৩৭০ কোটি টাকা পেয়েছে বোর্ড।

তবে এবার অতিমারীর কারণে হাত গুটিয়ে নিয়েছ স্পনসররা। নাইকি জানিয়ে দিয়েছে, চুক্তির পুনর্নবীকরণ করতে তারা আগ্রহী নয়। বেগতিক বুঝে স্পনসরশিপের ‘বেস প্রাইস’ ৩১ শতাংশ কমিয়ে দিয়েছিল বিসিসিআই। কিন্তু তাতেও বিমুখ স্পনসররা। এবার আইপিএলের টাইটেল স্পনসরশিপ যাদের দখলে গিয়েছে সেই ‘ড্রিম ইলেভেন’-এর মূল সংস্থা স্পোর্টা টেকনোলজিস লিমিটেড দরপত্র তুলেছিল। আগ্রহ প্রকাশ করেছিল ডিজনি, আইটিডব্লু কনসাল্টিং-এর মতো বহুজাতিক সংস্থাও। তালিকায় ছিল ইউনিভার্সাল স্পোর্টস বিজও। যাদের অন্যতম মালিক অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কোনও সংস্থাই নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দেয়নি।

যদিও বোর্ডকর্তাদের আশা, কিছুদিনের মধ্যেই টিম ইন্ডিয়ার জার্সি এবং কিট স্পনসর করার জন্য আগ্রহ প্রকাশ করবে কোনও না কোনও সংস্থা। তবে চুক্তির অঙ্ক আগের মতো হবে না। ২০০ থেকে ২৫০ কোটি টাকার মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড কোংকে।

     

বিজ্ঞাপন

Goto Top