নতুন ভূমিকায় প্রাক্তন অজি ওপেনার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ম্যাথু হেডেনকে ভারতে বাণিজ্যদূত নিয়োগ করল অস্ট্রেলিয়া সরকার। তাদের বৈদেশিক সম্পর্ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নিয়োগ নিশ্চিতভাবে ২০১৮ সাল থেকে ক্রমাগত মজবুত হওয়া ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এমন দায়িত্ব অবশ্য এই প্রথম নয় হেডেনের। এর আগে তিনি মাহিন্দ্রার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ভারতে নিযুক্ত ছিলেন। এছাড়া, ২০১৫ সালে হেডেনের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টকে শিক্ষাদূত হিসাবে নিয়োগ করেছিল অস্ট্রেলিয়া সরকার।
উল্লেখ্য, হেডেন ঐতিহাসিক ২০০০-০১ সালের ভারতে সফরে সবমিলিয়ে ১০০০ রান করেছিলেন। ভারতকে দেখলেই জ্বলে ওঠা হেডেন ভারতের বিপক্ষে ১৮ টি টেস্টে ১৮৮৮ রান ও ২৮ টি একদিনের ম্যাচে ১৪৫০ রান করেন। উভয় ক্ষেত্রেই গড় ৫০-এর উপর। ২০০৩ সালে ভারতকে হারিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলেরও সদস্য ছিলেন হেডেন। আইপিএলেও ১০০০-এর উপর রান আছে তাঁর। টেস্টে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডও একসময় ছিল এই মারকুটে অজি ওপেনারের দখলে।