• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শুক্রবার অনুশীলনে নামছেন ধোনিরা

আরও দু’টি কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে প্র্যাকটিসে নামবেন চাহর ও ঋতুরাজ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শিবিরের ১৩ জন সদস্যের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ। কিন্তু শেষ কোভিড পরীক্ষায় চেন্নাই সুপার কিংসের বাকি সব সদস্যের রিপোর্ট নেগেটিভ।ফলে, কোয়্যারান্টাইনের মেয়াদ শেষ করে শুক্রবার মাঠে নামতে পারবেন মহেন্দ্র সিং ধোনিরা। দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, সোমবার দলের সব সদস্যের কোভিড পরীক্ষা হয়েছে। তাতে দীপক চাহর এবং ঋতুরাজ গায়কোয়াড়েরও রিপোর্ট নেগেটিভ। যাঁদের আগের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ বেরিয়েছিল।

বিশ্বনাথন জানিয়েছেন, “বৃহস্পতিবার আরও একবার কোভিড পরীক্ষা হবে ওই ১৩ জনের। দীওক এবং ঋতুরাজ ১৪ দিনের কোয়্যারান্টাইনে রয়েছে। প্রোটোকল অনুযায়ী, আরও দু’টি কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে অনুশীলনে যোগ দিতে পারবে ওরা।“

     

বিজ্ঞাপন

Goto Top