• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বাবা অসুস্থ, আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা

বদলি হিসাবে জেমস প্যাটিনসনকে নিয়ে আসছে মুম্বই ইন্ডিয়ান্স

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএল ২০২০-তে নামার আগে হাতে সময় মাত্র ১৭ দিন। এরই মধ্যে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। গোটা প্রতিযগিতা থেকেই নিজেকে সরিয়ে নিলেন ‘ইয়র্কার কিং’ লসিথ মালিঙ্গা। তাঁর বদলি হিসাবে মুম্বই শিবিরে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসন। বুধবার এমনি জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, তাঁর বাবার অস্ত্রোপচারের কারণে সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি মালিঙ্গা। জানা গিয়েছিল, আইপিএলের শুরুর দিকে কিছু ম্যাচে পাওয়া যাবে না শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসারকে। কন্তু বুধবার গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন তিনি।

উল্লেখ্য, ২০১৩,০১৫ ও ২০১৯ সালের আইপিএল ফাইনালে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর ইয়র্কার চ্যাম্পিয়ন করেছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। বহু ম্যাচে কম রানের পুঁজি থাকা সত্বেও মালিঙ্গার দৌলতে উতরে গিয়েছেন রোহিত শর্মারা। আইপিএলে২২ ম্যাচে৭০ উইকেট রয়েছে মালিঙ্গার। তাও মাত্র . স্ট্রাইক রেটে টি-২০ কেরিয়ারের ৪০০ তম শিকার থেকে মাত্র উইকেট দূরে রয়েছেন তিনি

এহেন মালিঙ্গার বদলি হিসাবে প্যাটিনসনের সুযোগ পাওয়া অনেক বিশেষজ্ঞকেই অবাক করেছে। কারণ, ০১৫ সালের পর আন্তর্জাতিক স্তরে সাদা বলে খেলেননি তিনি। যদিও চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কিছুদিন আগে বিগ ব্যাশ লিগে একটি ম্যাচে ৩৩ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। কিন্তু বাকি পাঁচটি ম্যাচে সাকুল্যে চার উইকেট পেয়েছিলেন গোটা টি-২০ কেরিয়ারে প্যাটোর শিকারের সংখ্যা মাত্র ৩৯। এছাড়া, মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের চোট ভুগিয়েছে তাঁকে। যার জেরে অনেক ক্ষেত্রে দলে সুযোগ পেয়েও মাঠে নামতে পারেননি প্যাটিনসন। এশিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও নেই। তবুও জসপ্রীত বুমরার সঙ্গে নতুন বল হাতে তাঁকেই দেখা যেতে পারে।

     

বিজ্ঞাপন

Goto Top