মহারাষ্ট্রের হয়ে খেলেছিলেন রঞ্জি ট্রফিতে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কনাসিকের ইগতপুরীতে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল মহারাষ্ট্রের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার শেখর গাওলির। বয়স হয়েছিল ৪৫ বছর। পুলিশের জানানো তথ্য অনুযায়ী, সেলফি তুলতে গিয়ে প্রায় ২৫০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। শেখর গাওলি দু’টি রঞ্জি ম্যাচে নয়ের দশকের শেষে ও ২০০০-এর শুরুর দিকে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। এরপর মহারাষ্ট্র অনূর্ধ্ব-২২ দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। পরে তিনি রঞ্জি দলের সঙ্গে যুক্ত হন। মহারাষ্ট্র অধিনায়ক অঙ্কিত বাওনে এক শোকবার্তায় জানিয়েছেন, যে তিনি শেখর স্যারের কাছে আন্ডার আর্ম নকিং না করে ব্যাট করতে যেতেন না। শোক প্রকাশ করেছেন ভারতীয় দলের অন্যতম সদস্য কেদার যাদবও। মহারাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক, কোচ ও নির্বাচক সুরেন্দ্র ভাবে মহারাষ্ট্র ক্রিকেটের জন্য গাওলির ভূমিকা স্বীকার করে বলেন, ইংল্যান্ডে ও আয়ারল্যান্ডে লিগ ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছিলেন গাওলি। কিন্তু অতিমারীর জন্য তা বাস্তবায়িত হয়নি। উল্লেখ্য, মাত্র দু’সপ্তাহ আগে প্রয়াত হয়েছেন শেখরের বাবা। শেখরের দুই শিশু সন্তান (পুত্র ও কন্যা) রয়েছে। তাঁর পরিবারকে সাহায্য করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট বোর্ড।