• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শুক্রবারই প্রকাশিত হচ্ছে আইপিএলের সূচি

প্রথম ম্যাচেই নামছেন ধোনিরা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএলের উপর কোভিডের থাবা। চেন্নাই সুপার কিংস এবং বোর্ড আধিকারিকদের মিলিয়ে সংখ্যাটা ১৫। তার জেরেই জল্পনা চলছিল যে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে ধোনিরা নামতে পারবেন কি না। তবে বৃহস্পতিবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আপাতত সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। শুক্রবারই প্রকাশিত হবে আইপিএল ২০২০-এর সূচি। ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।

প্রসঙ্গত, অন্যান্যবার আইপিএল শুরুর অনেক আগেই প্রকাশিত হয় চূড়ান্ত সূচি। কিন্তু এবার আইপিএল পিছিয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রীড়াসূচির সঙ্গে সংঘাতের সম্ভাবনা ছিল। তার উপর ধোনিদের শিবিরে করোনা দেখা দেওয়ায় পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছিল। তবে বৃহস্পিতিবার যাবতীয় জল্পনায় দাঁড়ি টেনে দিয়েছেন সৌরভ।

     

বিজ্ঞাপন

Goto Top