বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কোভিড পজিটিভ দু’জন
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককোভিডের হানায় জেরবার বিসিসিআই। চেন্নাই সুপার কিংসের ১৩ সদস্যের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল আগেই। এবার সেই তালিকায় জুড়ল এক বোর্ডকর্তার নামও। জানা গিয়েছে, গতমাসে বিসিসিআই-এর এক মেডিক্যাল টিম সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছেছিল। সেই দলের এক উচ্চপদস্থ কর্তাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বৃহস্পতিবার জানা গিয়েছে, তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ। বিষয়টি বুঝতে পেরে তিনি নিজে আগে থেকেই আইসোলেশনে চলে গিয়েছেন।
যদিও বোর্ডের আশা, ওই ব্যক্তির কোনো সিম্পটম নেই। পরবর্তী টেস্টে তিনি নেগেটিভ হয়ে যাবেন। তাঁর ওপর নজর রাখা হচ্ছে। তবে তিনি নিজেই যেহেতু মেডিক্যাল অফিসার তাই তাঁকে নিয়ে বিশেষ চিন্তিত নন বোর্ডকর্তারা।
এখানেই শেষ নয়। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেও দু’জনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ। কারওরই পরিচয় প্রকাশ করেনি বোর্ড।