• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএলে নেই ভাজ্জি

ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন অফস্পিনার, সমস্যায় চেন্নাই

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএলের আগে হাতে আর ১৫ দিন। তার মধ্যেই ফের ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। পারিবারিক সমস্যায় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন সুরেশ রায়না। এবার সেই তালিকায় জুড়ল হরভজন সিং-এর নামও। রায়নার ক্ষেত্রে তবু জানা গিয়েছিল, কীভাবে দুষ্কৃতিদের হাতে নিহত হয়েছেন তাঁর প্রিয়জন। কিন্তু ভাজ্জির ক্ষেত্রে সমস্যাটা ঠিক কোথায় তা এখনও পরিষ্কার নয়। শুক্রবারই কোয়্যারান্টাইন পর্ব শেষ করে অনুশীলন শুরু করলেন মহেন্দ্র সিং ধোনিরা। আর তার ঠিক আগেই শিবিরে পৌঁছল এই দুঃসংবাদ।

এদিন টুইটারে ভাজ্জি লিখেছেন, “ব্যক্তিগত কারণে এবারের আইপিএল খেলব না। কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আশা করি, আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সকলে সম্মান করবেন। চেন্নাই সুপার কিংস সম্পূর্ণভাবে আমার পাশে রয়েছে। আইপিএলের জন্য দলকে শুভেচ্ছা জানাই। সবাই সাবধানে থাকুন। জয় হিন্দ।“

উল্লেখ্য, আগস্টে ধোনিদের জন্য যে প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানেও যোগ দেননি ভাজ্জি। জানা গিয়েছিল, তাঁর মা অসুস্থ। দলের সঙ্গে দুবাইতেও আসেননি হরভজন। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছিলেন, সেপ্টেম্বরের প্রথপম সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেবেন ভাজ্জি।

প্রসঙ্গত, আইপিএলের শুরুর দিন থেকেই চেন্নাই বাড়তি ভরসা রেখেছে অফস্পিনারদের উপর। ধোনির প্রথম পছন্দ ছিলেন অশ্বিন। কিন্তু অশ্বিনকে চেন্নাই ছেড়ে দেওয়ার পরে মাহির মূল ভরসা হয়ে উঠেছিলেন ভাজ্জি। আইপিএলে যাঁর ১৫০ উইকেট রয়েছে। এবার তিনি সরে দাঁড়ানোয় ধোনির অফস্পিনের ভাঁড়ার প্রায় ফাঁকা। দলে রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির, পীযূষ চাওলা, মিচেল স্যান্টনাররা রয়েছেন। কিন্তু ডানহাতি অফস্পিনার বলতে ধোনির হাতে এখন শুধুই পার্টটাইম বোলার কেদার যাদব।

     

বিজ্ঞাপন

Goto Top