এলিট প্যানেলের মাত্র চার আম্পায়ার থাকছেন কোটিপতি লিগে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসমস্যা পিছু ছাড়ছে না আইপিএলের। এবার নতুন জট তৈরি হয়েছে ম্যাচ পরিচালনাকে কেন্দ্র করে। অন্যান্যবারের মতোই আইসিসি এলিট প্যানেলের ছ’জন বিদেশি আম্পায়ারকে আইপিএলের ম্যাচ পরিচালনা করার অনুরোধ করেছিল বিসিসিআই। কিন্তু শোনা যাচ্ছে, এলিট প্যানেলের তিনজন আম্পায়ার আইপিএলে অংশ নিতে রাজি নন। এর মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। যিনি আইপিএলে নিয়মিত আম্পায়ারিং করেন। কিন্তু এবার ধর্মসেনা জানিয়েছেন, আইপিএল চলাকালীন শ্রীলঙ্কায় ম্যাচ পরিচালনা করতে ব্যস্ত থাকবেন তিনি। তবে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি এবং ইংল্যান্ডের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ আইপিএল পরিচালনা করার ব্যাপারে সম্মতি দিয়েছেন। এঁদের সঙ্গে থাকবেন নীতিন মেননও। যিনি সদ্য আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া, ভারতীয় আম্পায়ারদের মধ্যে থাকবেন অনিল চৌধুরী, সি শামসুদ্দিন, বীরেন্দ্র শর্মা এবং কে এন অনন্ত পদ্মনাভন। ম্যাচ রেফারিদের মধ্যে এখনও শুধুমাত্র জাভাগল শ্রীনাথই সম্মতি জানিয়েছেন।
ওয়াকিবহাল মহলের ধারণা, আইপিএল শুরুর আগেই যেভাবে করোনা থাবা বসাতে শুরু করেছে তাতেই পিছিয়ে আসছেন আম্পায়াররা। তার উপর, আইসিসি আম্পায়ারদের যথেষ্ট ভালো বেতন দিচ্ছে। তাই কেউই বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না।