জার্সিতে ব্যবহার করবেন না সুরা প্রস্তুতকারী সংস্থার লোগো
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কখেলোয়াড়জীবনে যথেষ্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন হাসিম আমলা। ধর্মপ্রাণ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান সুরা প্রস্তুতকারী সংস্থার লোগো নিজের জার্সিতে ব্যবহার করতে রাজি ছিলেন না। অথচ সেই সংস্থাই ছিল দক্ষিণ আফ্রিকার অন্যতম স্পনসর। এবাক্র সেই একই রাস্তায় হাঁটলেন বাবর আজমও। যিনি সদ্য যোগ দিয়েছেন সমারসেট কাউন্টিতে। সমারসেটেরও এক অন্যতম স্পনসর এক সুরা প্রস্তুতকারী সংস্থা। যাদের লোগো রয়েছে সমারসেটের জার্সিতে। নিজের প্রথম ম্যাচে সেই জার্সি পরেই ৪২ রান করেছেন বাবর। তারপরেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়কের প্রতি ক্ষোভ উগরে দেন ভক্তরা। তারপ্রেই বাবর এবং সমারসেটের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বাব্র চুক্তিতেই জানিয়েছিলেন যে তিনি ওই সংস্থার কোনওরকম প্রচার করতে রাজি নন। কিন্তু অসাবধানতায় জার্সির পিছনে ওই সংস্থার লোগো থেকে গিয়েছিল। পরের ম্যাচ থেকে বাবরের জার্সিতে আর থাকবে না ওই লোগো।
উল্লেখ্য, আমলা ছাড়াও ইমরান তাহির, আদিল রশিদ এবং মইন আলির মতো ক্রিকেটাররা সুরা প্রস্তুতকারী সংস্থার লোগো পরে খেলতে অস্বীকার করেছেন।