এনওসি দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআহত হ্যারি গার্নি। তাঁর বদলে মুস্তাফিজুর রহমানকে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশি পেসারকে পাচ্ছেন না দীনেশ কার্তিকরা। তাঁকে আইপিএলের জন্য ছাড়তে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গিয়েছে, অক্টোবর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজে যাতে মুস্তাফিজুরকে পাওয়া যায় তা নিশ্চিত করতেই বিসিবি-র এমন সিদ্ধান্ত। বিসিবি-র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আক্রম খান বলেছেন, “আইপিএলে মুস্তাফিজুরের খেলার প্রস্তাব এসেছিল। কিন্তু সামনে শ্রীলঙ্কা সফর রয়েছে। তাই ওকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেওয়া হয়নি। মুস্তাফিজুর আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। সামনের সিরিজটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।“
প্রসঙ্গত, নাইট রাইডার্সের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সও চেয়েছিল মুস্তাফিজকে। কারণ, লসিথ মালিঙ্গার বদলি পেসার দরকার রোহিত শর্মাদের। তাছাড়া, ২০১৮ মরশুমে মুম্বইয়ের হয়েই আইপিএল খেলেছিলেন বাংলাদেশি পেসার।
তবে ২০১৮ আইপিএলে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর। যা দীর্ঘদিন ভুগিয়েছিল তাঁকে। সেই সময়ই বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, বিদেশে লিগ ক্রিকেট খেলার জন্য আর এনওসি দেওয়া হবে না মুস্তাফিজকে। তবে তারপরেও বিভিন্ন চোট ভুগিয়েছে মুস্তাফিজুরকে। ২০১৯-এর মার্চ থেকে বাংলাদেশ টেস্ট দলে আর দেখা যায়নি তাঁকে। গোটা ২০১৯-এ বিশ্বকাপ ছাড়া সীমিত ওভারের ক্রিকেটেও আর খেলেননি। তবে বিশ্বকাপে ২০ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন বাংলাদেশি পেসার। ওয়াকিবহাল মহলের মত, আইপিএল খেলতে গিয়ে মুস্তাফিজুর যাতে আবার চোট না পান তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বিসিবি-র।