“দর্শকদের কটূক্তির শিকার হতে হল না”
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনা অতিমারীর জেরে ফাঁকা মাঠেই খেলতে হচ্ছে ম্যাচ। মোটিভেশন আর অ্যাড্রিনালিন, দুইয়েরই অভাব বোধ করছেন ক্রিকেটাররা। কিন্তু সেই দলে নাম লেখাচ্ছেন না ডেভিড ওয়ার্নার। বরং চিরশত্রু ইংল্যান্ডের হয়ে গলা ফাটানোর লোক না থাকার স্ব্স্তিতেই রয়েছেন তিনি। অস্ট্রেলীয় ওপেনার বলছেন, “ফাঁকা গ্যালারির সামনে খেলতে কিছুটা অদ্ভুত লাগছিল ঠিকই। কিন্তু এই প্রথমবার ইংল্যান্ডে এসে দর্শকদের কটূক্তির শিকার হতে হল না।“
তবে ‘পকেট ডায়নামাইট’ যতই তুঙ্গ মেজাজে থাকুন, তাঁর ওপেনিং পার্টনার এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ নিজেদের পারফরম্যান্সে যথেষ্ট ক্ষুব্ধ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে লক্ষ্য ছিল ১৬৩। প্রথম উইকেটে ৯৮ রান যোগ করে জয়ের রাস্তায় দলকে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন ওয়ার্নার এবং ফিঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত ১৬০ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। দলের মিডল অর্ডার যে ‘চোক’ করেছে তা মানছেন অজি অধিনায়ক। যদিও ওয়ার্নার কৃতিত্ব দিচ্ছেন বিপক্ষকে। বলছেন, “শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছে ইংল্যান্ড। ওখানেই ম্যাচটা বের করে নিল ওরা। মাঝের ওভারগুলোয় রানের গতি সচল রাখার দিকে নজর রাখতে হবে আমাদের।“