• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পৃথ্বীতে মজেছেন পান্টার

নর্টিয়ে এবং স্যামসকে সই করাল দিল্লি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

তাঁর ব্যাটিং প্রতিভার প্রশংসা শোনা গিয়েছে স্বয়ং শচীন তেন্ডুলকরের মুখে। যিনি বলেছিলেন, “পৃথ্বী নিঃসন্দেহে এক আলাদা প্রতিভা।“ অভিষেক টেস্টে আক্রমণাত্মক শতরান করে সেই প্রশংসার মর্যাদাও রেখেছিলেন পৃথ্বী শ’। এবার তাঁর ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত রিকি পন্টিংও। যিনি আইপিএলে পৃথ্বীরই দল দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ। নেটে পৃথ্বীকে আলাদা করে সময় দিচ্ছেন দু’বারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক। ব্যাটিং নিয়ে প্রচুর টিপসও দিচ্ছেন। শনিবার দিল্লি ক্যাপিটালস টুইটারে তাদের নেট সেশনের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন পৃথ্বী। আর তাঁর শটের তারিফ করছেন পান্টার।

উল্লেখ্য, গত মরশুমে ক্যাপিটালসের হয়ে ১৬ ম্যাচে ৩৫৩ রান করেছিলেন পৃথ্বী। সাত বছর পরে দিল্লিকে প্লে-অফে পৌঁছে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। এবারও পৃথ্বীর চওড়া ব্যাটের উপর আস্থা রাখছে দিল্লির টিম ম্যানজমেন্ট। তবে আইপিএলে নামার আগেই কিছুটা ধাক্কা খেয়েছেন শ্রেয়স আইয়াররা। কারণ, আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন জেসন রয় এবং ক্রিস ওকস। ইংল্যান্ডের এই দুই ক্রিকেটারের পরিবর্তে দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিখ নর্টিয়ে এবং অস্ট্রেলিয়ার বোলিং অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকে সই করিয়েছে দিল্লি।

     

বিজ্ঞাপন

Goto Top