• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

২৩ সেপ্টেম্বর আইপিএল অভিযান শুরু নাইটদের

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই-মুম্বই; প্লে-অফের সূচি প্রকাশ করল না বোর্ড

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রতীক্ষা শেষ। অবশেষে রবিবার প্রকাশিত হল আইপিএল ২০২০-এর সূচি। প্রত্যাশিতভাবেই উদ্বোধনী ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে আবু ধাবিতেই মুখোমুখি হবে মুম্বইয়ের। নাইটদের পরের ম্যাচগুলি যথাক্রমে ২৬ সেপ্টেম্বর (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), ৩০ সেপ্টেম্বর (বনাম রাজস্থান রয়্যালস), ৩ অক্টোবর (বনাম দিল্লি ক্যাপিটালস), ৭ অক্টোবর (বনাম চেন্নাই সুপার কিংস), ১০ অক্টোবর (বনাম কিংস ইলেভেন পাঞ্জাব), ১২ অক্টোবর (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), ১৬ অক্টোবর (বনাম মুম্বই ইন্ডিয়ান্স), ১৮ অক্টোবর (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), ২১ অক্টোবর (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), ২৪ অক্টোবর (বনাম দিল্লি ক্যাপিটালস), ২৬ অক্টোবর (বনাম কিংস ইলেভেন পাঞ্জাব), ২৯ অক্টোবর (বনাম চেন্নাই সুপার কিংস), এবং ১ নভেম্বর (বনাম রাজস্থান রয়্যালস)।

গ্রুপ লিগের ৫৬ টি ম্যাচের মধ্যে ২০ টি হবে আবু ধাবিতে, ২৪ টি দুবাইতে এবং ১২ টি শারজায়। তবে প্লে-অফের সূচি এখনও জানায়নি বিসিসিআই।

প্রসঙ্গত, এই বছরের আইপিএল ২৯ মার্চ থেকে ২৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর জেরে প্রতিযোগিতা শুরুর মাত্র দু’সপ্তাহ আগে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্র সরকারও জানিয়েছিল, সেপ্টেম্বরের আগে দেশে কোনও খেলা আয়োজনের অনুমতি দেওয়া হবে না। তারই পরিপ্রেক্ষিতে আইপিএল সরিয়ে নেওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। বোর্ডের তরফে জানানো হয়েছিল, ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল। কিন্তু সূচি প্রকাশে দেরি হচ্ছিল। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির সাতটি আমিরশাহির সবক’টিতে কোয়্যারান্টাইনের নিয়ম সমান নয়। তার জেরেই সূচি প্রকাশ করতে সময় নিয়েছে বিসিসিআই। একই কারণে প্লে-অফের সূচি আপাতত ঘোষণা করা হয়নি।

     

বিজ্ঞাপন

Goto Top