সাসেক্স বনাম মিডলসেক্স ম্যাচের ঘটনা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবল পালিশ করতে থুতু ব্যবহার করা যাবে না। এমনই ফরমান জারি হয়েছে সর্বত্র। তার জেরেই বলের পালিশ বজায় রাখার পন্থা নিয়ে চিন্তিত বোলাররা। আর তা করতে গিয়েই বল বিকৃতির অপরাধে জড়িয়ে পড়লেন সাসেক্সের অস্ট্রেলীয় বোলার মিচেল ক্লেডন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আগস্টে মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচে বলে স্যানিটাইজার ব্যবহার করেছেন তিনি। ঘটনার ফুটেজ দেখে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, আপাতত নির্বাসনে পাঠানো হচ্ছে ৩৭ বছরের অজি পেসারকে। বব উইলিস ট্রফির আগামী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
উল্লেখ্য, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গত ১৫ বছর ধরে খেলছেন ক্লেডন। এর আগে ইয়র্কশায়ার ও কেন্টের হয়ে খেলেছেন। প্লাঙ্কেট শিল্ডেও ক্যান্টারবেরি ও সেন্ট্রাল ডিস্ট্রিক্ট-এর হয়ে খেলেছেন।
ইংল্যান্ডের মাটিতে অবশ্য বল বিকৃতির ঘটনা নতুন নয়। সাম্প্রতিক অতীতে অ্যান্ড্রু স্ট্রস অ্যান্ড কোং-এর ‘জেলি বিন’ কাণ্ড, স্টুয়ার্ট ব্রডের স্পাইক দিয়ে বল ঘষার মতো একাধিক উদাহরণ রয়েছে।