• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অভিষেকেই বিধ্বংসী জোসেফ, জিতল মুম্বই

আইপিএলের ইতিহাসে সেরা বোলিং ক্যারিবিয়ান সিমারের

স্পোর্ট ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ভারতীয় দলের শেষ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও শোনা যাচ্ছিল নামটা। আলজারি জোসেফ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নতুন পেস প্রতিভা। কিন্তু আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে সেভাবে দাগ কাটতে পারেননি। সেই খেদ সুদে-আসলে মিটিয়ে নিলেন আইপিএল অভিষেকে। নিলেন ১২ রানে ছ'উইকেট। আইপিএলের ইতিহাসে সেরা বোলিং পারফর্মে। আগে যে রেকর্ড ছিল পাকিস্তানের সোহেল তনবীরের (৬/১৪) দখলে।

শনিবার প্রথমে ব্যাট করে মাত্র ১৩৬ রান তুলেছিল। ১৩৭ রানের সেই সহজ লক্ষ্যেও যে সানরাইজার্স হায়দরাবাদ পৌঁছতে পারল না, তার নেপথ্যে জোসেফই। ওয়ার্রনারদের যাবতীয় প্রতিরোধ শেষ ৯৬ রানেই।

ইংরেজি প্রবাদ বলে, 'মর্নিং শোজ দ্য ডে'। অবিকল সেই প্রবাদের মতো শুরুটা করেছিলেন জোসেফ।  তাঁর প্রথম বলেই ডাগ-আউটে ফেরেন ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার। প্রথম ওভারও মেডেন। সেখান থেকেই আর ফিরে তাকাতে হয়নি ভিভের দেশের জোসেফকে। একার হাতে ম্যাচের ভাগ্য গড়ে দিয়ে ২২ বছর বয়সী ক্যারিবিয়ান বলছেন, "পরিকল্পনামাফিক বল করে গিয়েছি। এর বেশি কিছু চাইতে পারতাম না। প্রথম উইকেট পাওয়ার পরেও বেশি উচ্ছ্বাস দেখাইনি। কারণ, আমার কাজ তখনও বাকি ছিল।"

     

বিজ্ঞাপন

Goto Top