ফিটনেসের দিক থেকে দুর্দান্ত জায়গায় রয়েছে কোহলি, বলছেন কন্ডিশনিং কোচ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্করয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনুশীলন। সেই অনুশীলনেই ফুটবল খেলছিলেন বিরাট কোহলি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই ছবিও পোস্ট করেছিলেন ভারত অধিনায়ক। আর তারপরেই বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। বিরাটের ছবির নিচে তিনি মন্তব্য করেছেন, “তোমার টেকনিক খুব ভালো।“ যার উত্তরে বিরাট লিখেছেন, “টেকনিকের দিক থেকে তুমি দুর্দান্ত। তোমার পর্যবেক্ষণ নিশ্চিতভাবেই সঠিক।“
তবে ফিটনেসের দিক থেকে যে বিরাট যথেষ্ট ভালো জায়গায় রয়েছেন, তা মানছেন ব্যাঙ্গালোরের কন্ডিশনিং কোচ শঙ্কর বাসু। বলছেন, “শারীরিকভাবে খুব ভালো জায়গায় রয়েছে বিরাট। মাঝের সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়েছে। আশা করি, ওর সেরা ছন্দেই পাওয়া যাবে বিরাটকে।“