• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

করোনার জেরে বাতিল কাউন্টির খেলা

বব উইলিস ট্রফির গ্লস্টার্স বনাম নর্দাম্পটন ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বৃষ্টি সমস্যা করেনি। বাধা হয়ে দাঁড়ায়নি মন্দ আলোও। কিন্তু বাদ সাধল করোনা। আর তার জেরেই বাতিল হয়ে গেল বব উইলিস ট্রফির ম্যাচ। সোমবার ব্রিস্টলে বব উইলিস ট্রফির সেন্ট্রাল গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল গ্লস্টারশায়ার ও নর্দাম্পটনশায়ার। মধ্যাহ্নভোজের বিরতিতে ৬৬ রানে ছ’উইকেট হারিয়ে ধুঁকছিল গ্লস্টার্স। এমন সময় খবর আসে নর্দাম্পটনের এক খেলোয়াড়ের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ। তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় খেলা। জানা গিয়েছে, ওই ক্রিকেটার দলের সঙ্গে ছিলেন না। ভাইটালিটি ব্লাস্টেরও (টি-২০ কাউন্টি প্রতিযোগিতা) মাত্র দু’জন ক্রিকেটার এই ম্যাচে ছিলেন। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে ঝুঁকি নিতে চায়নি কোনও দলই।

     

বিজ্ঞাপন

Goto Top