• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিগ ব্যাশে খেলতে চান যুবরাজ

পার্থক্য গড়ে দেবে যুবির উপস্থিতি, বলছেন ওয়াটসন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

গত বছর বিশ্বকাপ চলাকালীন বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। কিন্তু তার জেরে জনপ্রিয়তায় সামান্যতমও ভাঁটা পড়েনি যুবরাজ সিং-এর। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে ইচ্ছুক যুবি। তাঁর ম্যানেজার জেসন ওয়ার্নও জানিয়েছেন, যুবরাজের জন্য দল খুঁজতে তৎপর হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, সক্রিয় ক্রিকেটাররা অন্য দেশের কোনও টি-২০ লিগে অংশ নিতে গেলে তাঁদের বোর্ডের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) পেতে হয়। কিন্তু যেহেতু যুবরাজ অবসর নিয়েছেন সেহেতু তাঁর সেই সমস্যা নেই। অবসরের পর কানাডার গ্লোবাল টি-২০ লিগেও খেলেছেন যুবি।

বিগ ব্যাশে যুবরাজের অংশ নেওয়ার খবরে উচ্ছ্বসিত শেন ওয়াটসন। প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটারস’ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তাঁর কথায়, “যুবরাজের মতো ক্রিকেটারের উপস্থিতি বিগ ব্যাশ প্রতিযোগিতায় বিরাট পার্থক্য গড়ে দেবে। ভারতে বেশকিছু বিশ্বমানের টি-২০ ক্রিকেটার রয়েছে। যারা জাতীয় দলের হয়ে খেলছে না। এরকম ক্রিকেটাররা বিগ ব্যাশ এবং অন্যান্য প্রতিযোগিতায় খেললে সেটা ক্রিকেটের পক্ষেই ভালো হবে।“

     

বিজ্ঞাপন

Goto Top