জেএসসিএ-র সদস্যপদের জিএসটি বাবদ বকেয়া ছিল ১৮০০ টাকা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কযাঁর নামে কয়েকশো কোটি টাকার সম্পত্তি, তিনিই কিনা বকেয়া রেখেছেন মাত্র ১৮০০ টাকা! এমনই অবিশ্বাস্য অভিযোগ উঠেছিল মহেন্দ্র সিং ধোনির নামে। গত ৩০ আগস্ট ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেএসসিএ) জানিয়েছিল, সদস্যপদ বাবদ ১০ হাজার টাকা জেএসসিএ-কে দিয়েছিলেন ধোনি। কিন্তু তার উপর ১৮ শতাংশ হারে ১৮০০ টাকা জিএসটি ধার্য হয়েছিল। যে টাকা বকেয়া থেকে গিয়েছিল মাহির। বুধবার জেএসসিএ জানিয়েছে, সেই বকেয়া ১৮০০ টাকা মিটিয়ে দিয়েছেন তিনি। এদিন জেএসসিএ সচিব সঞ্জয় সহায় বলেছেন, “বকেয়া অর্থ ৩১ মার্চের মধ্যে জমা না পড়ায় বিষয়টি নজরে এসেছিল। এখন সেই সমস্যা মিটে গিয়েছে।“
একের পর এক সমস্যায় জর্জরিত চেন্নাই সুপার কিংস। চাপে রয়েছেন দলের অধিনায়কও। কিন্তু এদিন ঘরের ছেলেকে সামান্য হলেও স্বস্তি দিল জেএসসিএ-র ঘোষণা।