• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুবাই উড়ে গেলেন সৌরভ

খতিয়ে দেখতে চান আইপিএলের ব্যবস্থাপনা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

হাতে আর মাত্র ১০ দিন। তার পরেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল ২০২০। তাই বুধবারই দুবাই উড়ে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দুবাইতে খেলোয়াড়, কোচ এবং অফিসিয়ালদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিজে খতিয়ে দেখতে চান প্রাক্তন ভারত অধিনায়ক।

এদিন দুবাই রওনা হওয়ার আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের ছবি দিয়ে মহারাজ লিখেছেন, “ছ’মাস পর আবার বিমানে চড়লাম। আইপিএলের বন্দোবস্ত দেখতে যাচ্ছি।“

     

বিজ্ঞাপন

Goto Top