আইপিএলের প্রস্তুতির মধ্যেও বায়ুসেনাকে শুভেচ্ছা জানালেন মাহি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কহাতে মাত্র ন’দিন। তারপরেই শুরু হচ্ছে ২০২০ আইপিএলের মহাযুদ্ধ। যে কারণে এখন আবু ধাবিতে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তার মধ্যে খবর রাখছেন সেনাবাহিনীর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধবিমান রাফাল। সেই খবর পেয়েই টুইট করেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। মাহি লিখেছেন, “স্কোয়াড্রন ১৭-কে শুভকামনা জানাই। আমরা আশাবাদী, মিরাজ ২০০০-এর সাফল্যের নজির ভেঙে দেবে রাফাল। সুখোই-এর ৩০ এমকেআই বিমান ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয়। কিন্তু রাফালের জন্য শুভকামনা রইল।“
উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের সাম্মানিক পদে রয়েছেন ধোনি। ২০১৯ বিশ্বকাপ খেলে ফেরার পর লম্বা সময় সেনাবাহিনীর শিবিরে জওয়ানদের সঙ্গে কাটিয়েছিলেন তিনি।