জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঋদ্ধিও
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবৃহস্পতিবার ৩১ পূর্ণ করলেন মণীশ পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে জন্মদিনের শুভেচ্ছা। এরই মধ্যে সতীর্থকে মজা করে চিমটি কাটলেন শিখর ধাওয়ান। একসময় মণীশ এবং শিখর দু’জনেই খেলতেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিন্তু এখন শিখর শিবির বদলেছেন। এখন তাঁর গায়ে দিল্লি ক্যাপিটালসের জার্সি। তাই টুইটারে শিখর মণীশকে লিখেছেন, “আগামী দিনগুলোর জন্য অনেক শুভেচ্ছা রইল। শুধু যে দিনগুলো আমরা একে অপরের মুখোমুখি হব সেই দিনগুলো এই তালিকা থেকে বাদ যাবে।“ ঋদ্ধিমান সাহা-সহ সানরাইজার্সের অন্যান্য ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন মণীশকে।
উল্লেখ্য, ২০০৩ সালে প্রায় একইভাবে শচীন তেন্ডুলকরের ৩০ বছরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়াসিম আক্রম। মাস্টার ব্লাস্টারকে প্রাক্তন পাক অধিনায়ক বলেছিলেন, “আরও অনেক রান কর। শুধু পাকিস্তানের বিরুদ্ধে তোমার ব্যাটকে শান্ত রেখ।“