• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুবাই পৌঁছল দুর্নীতিদমন শাখা

আইপিএল নিশ্ছিদ্র করতে পদক্ষেপ বোর্ডের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আসন্ন আইপিএলে দুর্নীতি ঠেকাতে সদর্থক ভূমিকা নিল বিসিসিআই। বৃহস্পতিবার দুবাই পৌঁছল ছয় সদস্যের দুর্নীতিদমন শাখা। যার নেতৃত্বে রয়েছেন রাজস্থান পুলিশের প্রাক্তন ডিজিপি অজিত সিং। আপাতত তাঁরা ছ’দিনের কোয়্যারান্টাইনে রয়েছেন সবক’টি দলের সঙ্গেই আলাদা করে কথা বলবেন শাখার সদস্যরা। তুলনামূলকভাবে অনভিজ্ঞ ও কমবয়সী খেলোয়াড়দের সঙ্গেও তাঁরা বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। সম্পূর্ণ কাজই হবে ভিডিও কলের মাধ্যমে। কঠোর জৈব সুরক্ষা বলয় বলবৎ থাকায় মাঠে বা হোটেলে দর্শক বা অনুরাগীরা ঢুকতে পারবেন না। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়াপেটা চক্র খেলোয়াড়দের কাছে পৌঁছতে পারে বলে অনুমান অজিত সিংদের। এই ব্যাপারে খেলোয়াড়দের বিশেষ করে সচেতন করা হবে বিষয়টি নিয়ে একাধিক স্পোর্টস এজেন্সি ও আইসিসি-র সাহায্য নেবেন শাখার সদস্যরা।

     

বিজ্ঞাপন

Goto Top