• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নারাইনকে নিয়ে চিন্তায় নাইটরা

প্রথম ম্যাচ থেকেই মর্গ্যান, কামিন্সকে পাচ্ছে কেকেআর

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএল ২০২০-তে নামার আগে হাতে আর ১২ দিন। কিন্তু তার আগে চিন্তার মেঘ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। নেপথ্যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুনীল নারাইনের ফিটনেস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শেষ কয়েকটি ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেননি তিনি। শোনা যাচ্ছিল, চোট রয়েছে ক্যারিবিয়ান রহস্য স্পিনারের। কিন্তু চোট ঠিক কোথায় তা দানা বাঁধছিল আরও বড় রহস্য। এখন জানা গিয়েছে, কিডনিতে স্টোনের সমস্যা ছিল নারাইনের। সেই সমস্যা আপাতত নেই। ত্রিনবাগোর হয়ে অনুশীলনেও নেমেছেন তিনি। খেলেছেন ফুটবলও। কিন্তু তবুও তাঁকে ম্যাচে নামাননি টিকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালাম, যিনি কেকেআরেরও কোচ। জট এখানেই। যদি নারাইন ফুটবল খেলার মতো সুস্থ হয়ে থাকেন, তাহলে ম্যাচে নামতে সমস্যা কোথায়? শোনা যাচ্ছে, নারাইনের হাতের আঙুলের লিগামেন্টের পুরোনো চোট চাগাড় দিয়েছে। যা মাঝেমধ্যেই ভোগাচ্ছে তাঁকে। যদি সত্যিই নারাইনকে আইপিএলের শুরু থেকে পাওয়া না যায় তবে টিম কম্বিনেশন নতুন করে ছকতে হবে ম্যাকালাম, দীনেশ কার্তিকদের।

তবে নারাইনকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও নাইট শিবিরকে স্বস্তি যোগাচ্ছে ইংল্যান্ড থেকে আসা খবর। জানা গিয়েছে, আইপিএলের শুরু থেকেই ইয়ন মর্গ্যান, টম ব্যান্টন, প্যাট কামিন্সদের পাবে কেকেআর।

অধিনায়ক কার্তিক অবশ্য এর মধ্যেই মিস করতে শুরু করেছেন ইডেনকে। আইপিএলে কেকেআরের ম্যাচ মানেই ৬৫ হাজার দর্শকের সমর্থন। কিন্তু এবার একেবারে উল্টো ছবি। আরব মুলুকে আইপিএল হবে ফাঁকা স্টেডিয়ামে। নাইট অধিনায়ক বলছেন, “ইডেনের এনার্জি আর অনুরাগীদের উন্মাদনা খুব মিস করব এবার। কেকেআর সমর্থকদের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখতে চাই। তাঁরা আমাদের পাশে সশরীরে নেই। কিন্তু আমাদের হৃদয়ে সবসময় রয়েছেন।“ সেই স্পিরিটকে বজায় রেখেই তৈরি হয়েছে নাইটদের এই বছরের পোস্টার। যেখানে লেখা রয়েছে, “তু ফ্যান নেহি…তুফান হ্যায়”।

     

বিজ্ঞাপন

Goto Top