• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিশ্বযুদ্ধের উদাহরণ দিলেন শাস্ত্রী

আইপিএলের সুবিধা ব্যাখ্যা ভারতীয় কোচের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনার ভীতি কাটিয়ে ফের ক্রিকেট মরসুম শুরু হচ্ছে। এই অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে আনলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। করোনার জন্য দীর্ঘ দিন খেলা বন্ধ থাকার প্রসঙ্গেই ওই যুদ্ধের কথা টেনে এনে শাস্ত্রীর মন্তব্য, ‍‘‍‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সময় ছ’বছর কোনও খেলাধূলা হয়নি। প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। সেখানে করোনার জন্য তো ছ’মাস খেলা বন্ধ হয়েছে। ভাইরাসের মোকাবিলা করে এগিয়ে যেতে হবে আমাদের।’’

এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফর করবে ভারত। তার আগে আইপিএল হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি ভাল হবে বলে মনে করেন শাস্ত্রী। বলেছেন, ‍‘‍‘বিরাট কোহলি-সহ সব ক্রিকেটারই এতে ম্যাচের মধ্যে থাকবে। প্রস্তুতি ছাড়া সফর শুরু হবে না ওদের। গত পাঁচ মাস সবাই মাঠের বাইরে। আইপিএলে এ বার ভারতের নানা প্রান্তে ঘুরে খেলতে হবে না ওদের। টি-টোয়েন্টি ক্রিকেটে ওদের সবাই দুবাই, আবুধাবি আর শারজার মধ্যেই ঘোরাফেরা করবে। তা ছাড়া ম্যাচের সময় মাঠে থাকতে হবে তিন ঘণ্টা। ফলে ধীরে ধীরে আইপিএলে খেলেই অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি থাকবে বিরাট-রোহিতরা।’’

     

বিজ্ঞাপন

Goto Top