• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চার কোটি দিয়ে বেকায়দায় হরভজন

তদন্ত করছে পুলিশ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চেন্নাই সুপার কিংসে খেলার সময় তামিলনাড়ুর এক ব্যবসায়ীকে চার কোটি টাকা ধার দিয়েছিলেন হরভজন সিংহ। তার পরে দীর্ঘ সময় কেটে গেলেও সেই ঘার আর শোধ করেননি জি মহেশ নামের ওই ব্যবসায়ী। তাই বাধ্য হয়ে এ বার ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন ভাজ্জি।

জানা গিয়েছে, চেন্নাইয়ের এক বন্ধুর মারফৎ ওই ব্যবসায়ীর পরিচয় হয়েছিল আইপিএলে খেলার সময়ে। তার পরেই ভাজ্জির কাছে ধার হিসেবে চার কোটি টাকা নেন তিনি। কিন্তু দু’মাস আগে টাকা ফেরৎ চেয়ে মহেশ নামের ওই ব্যবসায়ীকে বার বার ফোন করা হলেও সেই ফোন এড়িয়ে যেতে থাকেন তিনি। আগস্ট মাসে ২৫ লক্ষ টাকার একটি চেক দেওয়া হলেও তা বাউন্স করে। এর পরেই চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন হরভজন। তার পরেই পুলিশ মহেশকে ডেকে পাঠায়। অর্ন্তবর্তী জামিনের আবেদন করে তিনি বলেন, থালাম্বুরের একটি স্থায়ী সম্পত্তি জামানত হিসেবে হরভজনের কাছে জমা রাখা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন হরভজন। পুলিশ তদন্ত শুরু করেছে।

     

বিজ্ঞাপন

Goto Top