• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

স্থগিত বোর্ডের বার্ষিক সাধারণ সভা

সৌরভদের ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছে তামিলনাড়ু সরকার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চলতি মাসের ৩০ তারিখ বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল। শুক্রবার এমনই জানিয়েছে বোর্ড। বিষয়টি জানিয়ে বোর্ডের সদস্য সংস্থাগুলিকে চিঠিও পাঠানো হয়েছে।

এক চিঠিতে বিসিসিআই জানিয়েছে, বিসিসিআই তামিলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন আইন ১৯৭৫ দ্বারা নথিভুক্ত। তাই তারা তামিলনাড়ু সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী চলছে তামিলনাড়ু সরকার জানিয়েছে, রেজিস্টার্ড সোসাইটির বার্ষিক সাধারণ সভা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে আয়োজন করলেই চলবে। সঙ্গে এও জানিয়েছে, এই সভা অনলাইনে আয়োজন করার সুযোগ নেই। প্রসঙ্গত, বোর্ডের শেষ বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছিল গত বছরের ১ ডিসেম্বর

     

বিজ্ঞাপন

Goto Top