• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ধোনির মস্তিষ্ক আর রেকর্ডই এগিয়ে রাখছে চেন্নাইকে

একনজরে আইপিএল ২০২০ঃ চেন্নাই সুপার কিংস

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অতীতের খতিয়ান

আইপিএল ট্রফি চারবার ঘরে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপরেও রয়েছে চেন্নাই সুপার কিংস কিন্তু ম্যাচ জয়ের সাফল্যের নিরিখে সকলকে পিছনে ফেলে দিয়েছে ধোনি অ্যান্ড কোং। এই নিয়ে ১১ বার আইপিএল খেলতে নামছে তারা এর আগে দশ বারের দশ বার তাঁরা প্লে-অফ খেলেছে যার মধ্যে আটবার ফাইনালে উঠেছেন ধোনিরা এযাবৎ ১৬৫ টি ম্যাচের মধ্যে ১০০ টিতে জিতেছে তারা। জয়ের হার ৬১.২৮%। দু’বার টি টোয়েন্টি ক্রিকেটে ২৪০-এর উপর রান করা চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত মাত্র একবার ১০০ রানের কমে অল আউট হয়েছে

 

এবারের দল

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ফাফ দু প্লেসি, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, লুঙ্গি নগিডি, কেদার যাদব, আম্বাতি রায়ুডু, শার্দূল ঠাকুর, শেন ওয়াটসন, ইমরান তাহির, ঋতুরাজ গায়কোয়াড়, ডোয়েন ব্রাভো, মিচেল স্যান্টনার, নারায়ণ জগদীশন, কেএম আসিফ, দীপক চাহর, মনু কুমার এবং কর্ণ শর্মা এছাড়া রিলিজড প্লেয়ার হিসেবে আছেন, স্যাম বিলিংস, ডেভিড উইলি, মোহিত শর্মা, ধ্রুব শোরে, ও চৈতন্য বিষ্ণোই

 

কিন্তু এঁদের মধ্যে কেউ কেউ কোভিডে আক্রান্ত, একটি বাদে সব ম্যাচে খেলা সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়না পারিবারিক সমস্যার জন্য এই মরশুমে ফিরবেন না হরভজন সিংও নিজেকে সরিয়ে নিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য চিন্তিত ননক্যাপ্টেন কুলও বিশেষ ভাবিত নন। কারণ, চেন্নাই যথেষ্ট ব্যালান্সড দল। এই আইপিএলের অন্যতম সেরা প্রায় সকলেরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে।

 

শক্তি

নিঃসন্দেহে মাহির বরফশীতল ক্রিকেট-মস্তিষ্ক। দলে প্রচুর খেলোয়াড় রয়েছেন যাঁরা একার হাতে ম্যাচের রঙ বদলে দিতে পারেন।

 

দুর্বলতা

হরভজন না থাকায় দলে বিশেষজ্ঞ অফস্পিনার নেই। গোটা দলে একমাত্র কেদার যাদব অফস্পিন করতে পারেন। একছর ক্রিকেটের বাইরে থাকা মাহির ফিটনেস মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

 

এক্স ফ্যাক্টর

ডোয়েন ব্রাভো। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। হাতে বড় শট রয়েছে। দুর্দান্ত স্লোয়ার, নাকল বল, কাটার রয়েছে ঝুলিতে। আউটফিল্ডে অসাধারণ ফিল্ডার।

     

বিজ্ঞাপন

Goto Top