অ্যাসোসিয়েট সদস্য দেশ থেকে আইপিএলে পঞ্চম ক্রিকেটার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককলকাতা নাইট রাইডার্সে খেলতে আসছেন পাক বংশোদ্ভূত মার্কিন পেসার আলি খান। ২৯ বছরের আলি পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে একটিই একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে সদ্যসমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। হাতে ভালো ইনসুইং এবং ইয়ররকার রয়েছে। যা ডেথ অভারে যথেষ্ট কার্যকরী। সেই কারণেই তাঁকে কেকেআরে নিয়ে আসছেন কেকেআর এবং টিকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। টি-২০ কেরিয়ারে এ পর্যন্ত ৩৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন আলি। সিপিএলে এর আগে গায়নার হয়েও খেলেছেন। এছাড়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কাবুল জওয়ান, খুলনা ও করাচির হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে।
আইসিসি অ্যাসোসিয়েট সদস্য দেশ থেকে এর আগে রায়ান টেন দুশখাতে (নেদারল্যান্ডস), সন্দীপ লামিছানে (নেপাল), রশিদ খান ও মহম্মদ নবি (আফগানিস্তান, টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে) আইপিএলে খেলেছেন।