একনজরে আইপিএল ২০২০ঃ মুম্বই ইন্ডিয়ান্স
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅতীতের খতিয়ান
যে দলের অধিনায়ক চারবার আই পি এল জিতেছেন, দলের হয়ে আই পি এলে ৪০০১ রান করেছেন, যাঁদের ব্যাটিং মেন্টর শচীন তেন্ডুলকার, বোলিং কোচ শেন বন্ড, ব্যাটিং কোচ মাহেলা জয়বর্ধনে, প্রতিভা অন্বেষণের কাজ করেন জন রাইট, প্রবীণ আমরে, কিরণ মোরে, টি এ শেখররা সেই দল যে সাফল্যের শিখরে উঠবে, এটাই স্বাভাবিক। আইপিএলের আসরে সেই দলই মুম্বই ইন্ডিয়ান্স নামে পরিচিত। কোটিপতি লিগের ইতিহাসে মুম্বই-ই একমাত্র দল যারা চেন্নাই সুপার কিংসের মট দলকে ৩০ বারের মধ্যে ১৮ বার হারিয়েছে। রাজস্থান রয়্যালস বা কিংস ইলেভেন পাঞ্জাবের মতো গুটিকয়েক দল মাঝেমাঝে বেগ দিয়েছে রোহিত শর্মাদের। কিন্তু মুম্বইয়ের রথের চাকা বসিয়ে দেওয়ার মতো দল সেভাবে উঠে আসেনি। প্রথম দুই মরশুম ভালো না খেললেও চারবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে তারা। দু’বার রানার-আপ হয়েছে। এছাড়াও, পাঁচবার প্লে-অফ খেলেছে। মুম্বইয়ের হয়ে কথা বলছে রেকর্ডই।
এবারের দল
রোহিত শর্মা (অধিনায়ক), আনমোলপ্রীত সিং, ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), জসপ্রীত বুমরা, রাহুল চাহর, ন্যাথান কুল্টার-নাইল (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), দিগ্বিজয় দেশমুখ, ঈশান কিষাণ, ধবল কুলকার্নি, ক্রিস লিন (অস্ট্রেলিয়া), মিচেল ম্যাকক্লেনাঘান (নিউজিল্যান্ড), মহসিন খান, হার্দিক পাণ্ড্য, ক্রুনাল পাণ্ড্য, জেমস প্যাটিনসন (অস্ট্রেলিয়া), কিয়েরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), প্রিন্স বলবন্ত রাই, অনুকূল রায়, শেরফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব এবং সূর্যকুমার যাদব।
শক্তি
রোহিত শর্মার ব্যাটিং ও অধিনায়কত্ব মুম্বইয়ের সবচেয়ে বড় ইতিবাচক দিক। এছাড়াও, দলে প্রচুর ক্রিকেটার রয়েছেন যাঁরা একার হাতে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। যেমন, পোলার্ড। আইপিএলে অসংখ্য ম্যাচঘোরানো ইনিংস খেলেছেন। একই কথা প্রযোজ্য হার্দিকের ক্ষেত্রেও। রাহুল চাহরের লেগস্পিন, বুমরার আঁটোসাঁটো বোলিং, উইকেটের সামনে এবং পিছনে ডি ককের উপস্থিতি বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে।
দুর্বলতা
লসিথ মালিঙ্গার না থাকা মাথাব্যথার কারণ হতে পারে। বদলে যিনি এসেছেন সেই জেমস প্যাটিনসন দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেট খেলেননি। পোলার্ডকে দিয়ে পুরো চার ওভার বল করানোর প্রবণতা বিপদ ডেকে আনতে পারে।
এক্স ফ্যাক্টর
পাণ্ড্য ভাইদের জুটি। যারা ব্যাটে এবং বলে ম্যাচের রঙ বদলে দিতে পারে। দু’জনের হাতেই বড় শট রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির মন্থর এবং নিচু বাউন্সের উইকেটে ক্রুনালের ভূমিকা ম্যাচে ফারাক গড়ে দিতে পারে।