সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করলেন ছবি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কখেলোয়াড়জীবনে বেশকিছু ম্যাচ খেলেছেন এই মাঠে। এখানেই তাঁর ব্যাট থেকে বেরিয়েছে একাধিক স্মরণীয় ইনিংস। দীর্ঘদিন পরে সেই চেনা শারজায় পা রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন আইপিএলের জন্য মঙ্গলবার শারজা পরিদর্শনে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি। সঙ্গে ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল এবং প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।
প্রসঙ্গত, ম্যাচ গড়াপেটা-কাণ্ডের জেরে শারজায় খেলার উপর দীর্ঘদিন বোর্ডের নিষেধাজ্ঞা বহাল ছিল। সেই লম্বা বিরতির পর চেনা স্টেডিয়ামে ফিরে আপ্লুত মহারাজ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেই প্রকাশ করেছেন সেই ছবি। দীর্ঘদিন পরে সৌরভকে পেয়ে আনন্দিত শারজার কর্মকর্তারাও। শারজা ক্রিকেট স্টেডিয়ামের টুইটার হ্যান্ডলেও প্রকাশ করা হয়েছে সৌরভদের ছবি।