কেকেআর শিবিরে ভরসা আইসবাথ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআইপিএল খেলতে গিয়ে আমিরশাহির গরমকেই ভয় কলকাতা নাইট রাইডার্সের। তবে এই সমস্যা কেবল নাইটদের নয়। প্রায় সব দলই চিন্তিত আমিরশাহির গরমকে কব্জা করার ব্যাপারে।
কলকাতা নাইট রাইডার্স তাই গরমের সঙ্গে মানিয়ে নিতে ভর দুপুরে চড়া রোদের মধ্যেই অনুশীলন করছে আবুধাবিতে। সোমবার দুপুরে প্রস্তুতি ম্যাচ খেলেও একপ্রস্ত মহড়া গিয়েছে তারা। মাঝ সেপ্টেম্বরের এই সময়ে দুবাই, আবুধাবি, শারজাতে পারদ থাকছে ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে কেকেআর টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, প্রস্তুতি ম্যাচ খেলে বেশ ক্লান্তই হয়ে পড়েছিলেন দীনেশ কার্তিকরা। তাই হেটেলে ফিরেই আইসবাথ নিতে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা।
তবে এই ম্যাচে খেলতে দেখা যায়নি আন্দ্রে রাসেল বা সুনীল নারাইনকে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আমিরশাহিতে এসে আপাতত তাঁরা রয়েছেন কোয়ারেন্টাইনে। ছ’দিন পরে এই মেয়াদ শেষ হবে তাঁদের।