• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রাসেলদের জন্য কৃত্রিম জয়ধ্বনির ব্যবস্থা

অভিনব ব্যবস্থার চেষ্টা চলছে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএলের সেই ভরা ওয়াংখেড়ে, ইডেন বা চিন্নাস্বামী স্টেডিয়াম এ বার দেখা যাবে না। তার বদলে দুবাই, শারজা ও আবুধাবির ফাঁকা স্টেডিয়ামেই হবে টুর্নামেন্ট। যেখানে প্রবেশাধিকার নেই দর্শকদের।

আয়োজকদরে মতে, এতে ক্রিকেটারদের মনে একটা প্রভাব পড়তে পারে। তচাই বিকল্প হিসেবে কৃত্রিম শব্দব্রহ্মের ব্যবহার হতে পারে এ বারের আইপিএলে। যা দেখা গিয়েছে অতিমারি কাটিয়ে ফেরার পরে বুন্দেশলিহা, লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগে। যাতে দর্শকদের একটা আবহ অনুভব করতে পারেন খেলোয়াড়েরা। এ বার আইপিএলেও সেই কৃত্রিম জয়ধ্বনির ব্যবস্থা থাকতে পারে।

অর্থাৎ দীনেশ কার্তিক বা আন্দ্রে রাসেল ব্যাটে ঝড় তুললে বা সুনীল নারাইন, লকি ফার্গুসনরা পটাপট উইকেট তুললে গ্যালারিতে কৃত্রিম শব্দব্রহ্ম গর্জে উঠবে ‍‘কেকেআর, কেকেআর’ বা সিএসকে-র হয়ে ধোনি কিংবা আরসিবির হয়ে বিরাট কোহলি বড় রান করলে ভেসে আসবে, ‍‘ধোনি, ধোনি’ বা ‍‘কোহলি, কোহলি’ আওয়াজ। অর্থাৎ, ক্রিকেটারদের বার্তা দেওয়া, তাঁরা দর্শকহীন নয়।  

আয়োজকেরা প্রথমে ভেবেছিলেন, দর্শকদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ করিয়ে দেবেন কিন্তু শেষ পর্যন্ত তা করা সম্ভব হয়নি।

     

বিজ্ঞাপন

Goto Top