• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জট কাটছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে

বৈঠক ইতিবাচক, বলছে দু’পক্ষই

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আশার আলো দেখা গেলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ও স্পোর্টস কনফেডারেশনের বৈঠকে। যাকে দু’পক্ষই ‘ইতিবাচক’ বলে জানিয়েছে বলা হয়েছে যে সমস্যার ‘মূল সূত্র’ খুঁজে পাওয়া গিয়েছে এবং তার ভিত্তিতেই ক্রিকেটের কথা মাথায় রেখে আগামী দিনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া হবে জানানো হয়েছে যে আগামী ১৭ সেপ্টেম্বর দু’পক্ষই যৌথ-বিবৃতি প্রকাশের মাধ্যমে মূল সূত্র সম্পর্কে জানাবে

উল্লেখ্য, গত সপ্তাহে সাউথ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটির পক্ষ থেকে ক্রিকেট সাউথ আফ্রিকাকে অনিয়ম, দুর্নীতি ও অনুপযুক্ত পরিচালনার জন্য সাসপেন্ড করা হয় প্রোটিয়াদের আইপিএলে খেলা নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবারের এই খবর নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের পক্ষে আশার আলো সঞ্চার করল

     

বিজ্ঞাপন

Goto Top