• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কামিন্সের সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে ফার্গুসন

‘ম্যাকালামের কোচিং-এ পারফর্ম করতে চাই’

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

তাসমান সাগরের এপার-ওপারের বাসিন্দা দু’জনে। আন্তর্জাতিক আঙিনায় তাঁরা মুখোমুখি হওয়া মানেই ট্রান্স-তাসমান দ্বৈরথ। কিন্তু আইপিএলের দুনিয়ায় দু’জনে একই শিবিরের বাসিন্দা। লকি ফার্গুসন এবং প্যাট কামিন্স। আসন্ন আইপিএলে যাঁরা দু’জনেই খেলবেন কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। ফার্গুসন ইতিমধ্যেই নেমে পড়েছেন নাইটদের নেটে। কামিন্স যোগ দেবেন ইংল্যান্ড সিরিজ শেষেই। তাঁর অপেক্ষাতেই রয়েছেন লকি। বলছেন, “আমরা দু’জনেই ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারি। প্যাট দুর্দান্ত বোলার। ওর বয়স কম। কিন্তু ক্রমাগত নিজেকে উন্নত করে চলেছে। ওর সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে রয়েছি।“

তবে ফার্গুসন আরও বেশি উদগ্রীব স্বদেশীয় ব্রেন্ডন ম্যাকালামের কোচিং-এ খেলতে। বলছেন, “প্রথম আইপিএলের প্রথম ম্যাচে ব্রেন্ডনের ইনিংস দেখার পর থেকেই কেকেআরের ভক্ত আমি। আন্তর্জাতিক কেরিয়ারে অল্পের জন্য ব্রেন্ডনের নেতৃত্বে খেলতে পারিনি। আশা করি, এবার ব্রেন্ডনের কোচিং-এ নিজের সেরাটা দিতে পারব।“ একইসঙ্গে, দলের আর এক কিউই সদস্য কাইল মিলসের সঙ্গেও সময় কাটাচ্ছেন লকি। বলছেন, “আধুনিক ক্রিকেটে ইয়র্কার বলেও ছক্কা মারে ব্যাটসম্যানরা। তাই স্লোয়ারের মতো ‘স্টক’ বল থাকা জরুরি। যাতে ব্যাটসম্যানকে দোটানায় ফেলা যায়।“

     

বিজ্ঞাপন

Goto Top