• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন উদ্যোগ জিও-র

বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনা-আবহে বিপর্যস্ত গোটা দেশ। তারই মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে রিলায়েন্স গোষ্ঠী। আসন্ন আইপিএলের জন্য একগুচ্ছ আকর্ষণীয় অফার নিয়ে এসেছে তারা। জিও-তে মাসিক ৪০১ টাকায় প্রতিদিন মিলবে তিন জিবি ডেটা। দু’মাসে ৫৯৮ টাকা দিলে প্রতিদিন মিলবে দু’জিবি ডেটা। তিন মাসে ৭৭৭ টাকা দিলে উপভোক্তারা পাবেন ১.৫ জিবি ডেটা। সারা বছর প্রতিদিন দ’জিবি ডেটা ব্যবহার করতে খরচ পড়বে ২৫৯৯ টাকা। প্রতিটি প্ল্যানের সঙ্গেই থাকছে এক বছর ডিজনি হটস্টারের ভিআইপি সাবস্ক্রিপশন। সঙ্গে বিনামূল্যে কল করার সুবিধা।

সংস্থার তরফে প্রীতি সেন জানিয়েছেন, “অতিমারীর মধ্যে মানুষ যথেষ্ট মানসিক উদ্বেগে রয়েছেন। তাঁদের কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ। যাতে আইপিএলের মাধ্যমে মানুষ কিছুটা বিনোদন পেতে পারেন।“

উল্লেখ্য, আসন্ন আইপিএল সরাসরি দেখা যাবে ডিজনি হটস্টারের অনললাইন প্ল্যাটফর্মে।

     

বিজ্ঞাপন

Goto Top